অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তোমাকে ভালোবাসি - নির্মল ভৌমিক

তোমাকে ভালোবাসি এই কথাটি জানে
দখিন হাওয়া, বায়ুমন্ডলের উচ্চতা 
তোমাকে ভালোবাসি এই কথাটি জানে 
ভোরের শিউলি, জানে মাধবীলতা! 

এই বিপুলা বিশ্বের সমুদয় সৌন্দর্য 
নিমিষেই ভুলে যেতে পারি 
তোমাকে পেয়ে, 
স্বাজন্যবাচক দৃষ্টি মেলে 
শুধু একবার শুধু একবার 
চেয়ে দেখ কতটা নিখাঁদ প্রেমের প্রতিচ্ছবি 
এঁকে রেখেছি সর্বাঙ্গে! 

তোমাকে ভালোবাসি,তোমাকে ভালোবাসি 
এই শব্দটি প্রতিদিন প্রতিনিয়ত 
কল্লোল তুলে আমার বুকে, কল্লোল তুলে
শিরা উপশিরা মন মগজে!

তুমিহীন জীবন ভূমিহীন উদ্বাস্তুদের মতো 
দিশাহীন চোখে ঘুরে,
তুমি এই জীবনের অপরাজেয় শক্তি,শান্তি,মাধুর্য 
তোমার একটু উষ্ণ গন্ধ পাবো বলে
দ্বিধার শিকল ভেঙেচুরে বারবার আসি ফিরে!

তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি 
এই কথাটি শ্রবণের প্লাবন, 
ঐশ্বরিক প্রেমের নিখাঁদ মগ্ন দ্রবীভূত দ্রবণ
তোমাকে চেয়েছি,তোমাকে পেতে চাই
তুমি বিহীন বেড়ে উঠে দীর্ঘমেয়াদি দীর্ঘশ্বাস, 
বেড়ে উঠে ব্যথার্ত হৃদের অনুকম্পন! 

তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি 
এই কথাটি ভেবে দিবানিশি কাটাই
তোমার মাঝে আমার মাঝে শত জন্মপরিগ্রহ 
ভুলতে চাইলেই ভুলা যায় না,
আরো বেশি হৃষ্টপুষ্টে জড়িয়ে পড়ি!.

তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি 
শয়নেস্বপনে তোমার ছবি আঁকি,
আমি কোনো কবি নয় তবুও সহস্র শব্দের ভাণ্ডারে
তোমাকে নিয়ে কাব্য লিখতে বড্ড ভালোবাসি! 

তোমাকে ভালোবাসি এই কথাটি 
তোমার অধিক জেনে গেছে 
পাহাড়, দ্বীপ, আকাশ, গ্রহ, নক্ষত্র, উত্তাল সমুদ্র 
তোমাকে ভালোবাসি এই অনুভূতিটুকু
আমাকে দিয়েছে
মেঘমুক্ত অন্তরীক্ষের ঝলমলে রোদ্র!

নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া