মোহনা - শ্রী রাজীব দত্ত
জীবনের প্রতিটা পথ
যদি হতো মোহনার মতো
ক্লান্তিমাখা অভিমানগুলো
সাগরের বুকে রেখে যেত।
বিরহ শেষে তবুতো মিলন
অজস্র বাধা বিপত্তি কাটিয়ে
নদী সাগর কে সঁপে ছিল প্রাণ।
বহুযুগের বিশ্বাস
দুজনে দুজনার তরে
মোহনা মিলন ক্ষেত্র
সাক্ষী রয়েছে যুগ-যুগান্ত ঘিরে।
সভ্য মানুষের প্রেম যদি হত?
তাদের মত।
শত শত মান অভিমানের পরেও
বিশ্বাস প্রেমে ধরা দিত।
বিচ্ছেদ তো নেই ওদের মাঝে
কেবলই মিলন
মোহনায় মিলন ক্ষেত্র
এ যে সৃষ্টির প্রেম, মহামিলনের সমান।
তাই মন থেকে চাই হে প্রেমিক সমাজ...
জীবনের প্রতিটা পথ
যদি হতো মোহনার মতো
ক্লান্তিমাখা অভিমানগুলো
সাগরের বুকে রেখে যেত।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
20-03-2021
-
-