অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অন্তর্দ্বন্দ্ব - রাহিমা আক্তার

তোমারে বুঝিতে হায় কত দিনের কত অনুভব
গরম হাওয়ার কুহর যেন লাগে মোর সারা গায়।
তোমার দৃষ্টি করেছে সৃষ্টি আলোকময় বিশ্ব ভুবন
তোমার অনুভব পেলে আবেশে আন্দোলিত হয় মন
তোমার অনুভবে জাগে আমার সমস্ত শিরা উপশিরা
রক্তের উত্তাল প্রবাহে জেগে উঠে ধমনীর গোড়া
প্রবল ঝড়ো বাতাস বয়ে যায় সাগরের লু হাওয়ায়
তবুও তোমার উন্মাদ অনুভবে মন হারাতে চায়।

হারিয়ে যেতে চাই যে আমি তোমার অনুভবে
মন পবনের গহীন গাঙের উথাল-পাথাল স্রোতে।
প্রেম যমুনার জল তুলিতে ভাসাও তোমার নাও
জলকেলীতে মেতে উঠে হারিয়ে নাহি যাও।
অনুভবে চাইলে তারে কোথাও নাহি পাও
লুকিয়ে তারে হিয়ার মাঝে কোথা খুঁজে বেড়াও।

রাহিমা আক্তার
এম. ফিল গবেষক, জাতীয় বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ