জয়রথ - কমল কুজুর
শত বছরের আঁধারে ডুবে যাওয়া বদ্বীপ রঙ
হারিয়ে সাদাকালো ক্যানভাসের চিত্র হয়ে থাকে
শকুনের হিংস্র থাবার ভয়ে ভীত ছোট্ট দোয়েল
তবুও হৃদয় তলে আকাশ ভরা সুদিনের স্বপ্ন দেখে
দিগন্ত ছুঁয়ে যাওয়া সবুজ ধানক্ষেত চঞ্চলা পাহাড়ী ঝর্ণা
অবিরত বয়ে চলা পদ্মা মেঘনা যমুনা তাকে সাহস যোগায়
বায়ান্ন উনসত্তর হয়ে একাত্তরে আসে স্বপ্ন পূরণের ক্ষণ
আর সাত মার্চের সেই অপূর্ব দৃপ্ত কথন-
ত্রিশ লক্ষ প্রাণের আত্ম বলিদান রচে যায় নিমেষেই
বদ্বীপের প্রতিটি মানুষের লাল সবুজের আখ্যান
নিয়ত পরশমণির ছোঁয়া দিয়ে যাও তুমি
স্বাধীন সত্তায় বেঁচে ওঠে এই বঙ্গভূমি…
কমল কুজুর
দিনাজপুর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
21-03-2021
-
-