ভালোবাসা ইহারেই কয় - মিঠু ঘোষ
আমার বয়স তখন চোদ্দ কিংবা পনেরো
আর রক্তিমদা তখন পঁয়ত্রিশ হবে হয়তো।
আমার মামার বাড়ির পাশে থাকে।
আমরা সবাই মিলে খেলছিলাম পুকুর ঘাটে,
রক্তিম দা তখন দাড়িয়ে খেলা দেখছিলো।
হটাৎ আমায় এসে বলল তোর সাথে কথা আছে,
আমি বললাম বলতে পারো কি বলবে,
আমায় তখন বললে,আমি তোকে ভালোবাসি -----
শুনে আমি স্তম্ভিত হলাম,বুঝতেই পারিনি ভালোবাসা এতো সহজে হয় সেদিন উত্তর দিতেও পারিনি, তবে আজ বুঝি ওটা ভালোবাসা নয়।
ভালোবাসা তাহারেই কয়, যেখানে একে অপরের দুঃখে দুঃখিত একে অপরের সুখে আনন্দিত, একজন আরেক জনের সূক্ষ্ম অনুভূতি গুলো
বুঝতে পারবে, আর সব অনুভূতির মূল্য দেবে।
একজনের অপমান আরেক জন মেনে নেবেনা।
একজনের ভালোলাগার উপলদ্ধি আরেকজন না বললেই বুঝতে পারবে।
এটাই ভালোবাসা,আজ বুঝি ভালোবাসা ইহারেই কয়।
মিঠু ঘোষ। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
22-03-2021
-
-