অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শিলালিপি - শান্তনু দত্ত

ফিরবে না সময়, থাকবে শিলালিপি
ঘর খুঁজি, পথ খুঁজি, মেলে কানাগলি।
মেঘ বালকের মতো ভেসেছি আকাশে
আলোর বকেরা উড়ে চলে, কার পাশে। 
চোখ বুজে ভাবি, তার কথা কাকে বলি।
আমি জানি তাকে, সে বিকালের শিউলি।

ঘোমটায় মুখ ঢাকে, বুঝি সে, কথা ক'বে।
সন্ধ্যার পাতা ঝরা শিশিরে মন ডোবে। 
সেও বোঝে, রাত ডাকে, যদি কিছু বলো,
ঝিঁঝিঁদের গানে, জোনাকিরা দেয় আলো।
দূর পাহাড়ের টান, তার নীল চোখে
ঘূর্ণী ঝড় হয়ে, আজ নিয়ে যাবে কাকে।

আজ ছায়াপথে তারারা সব ফ্লাগুনী
সে পথে, থেমে গিয়েছে, দিবস রজনী।
যদি বলো, আজ চলো, জানি যেতে হবে
কিছু ব্যথা ভোর হয়ে রবে অনুভবে।
পৃথিবীর এই চোখে  স্বপ্ন ছিল দামী
আজ শুধু স্বপ্ন নিয়ে হবো অনুগামী।

শান্তনু দত্ত
বাগনান, পশ্চিমবঙ্গ