সুখের ফসিল - মুতাকাব্বির মাসুদ
গোধূলির চোখে দাখিলাবিহীন সুখের সন্তাপ
বিলের জলে সারসের ক্লান্ত ডানার নিচে
ঝড়োহাওয়ায় গ্রাম্যবধূর
নাকের নোলকের মতো
দোলে সুখের অমাবশ্যা!
বালিহাঁসের পল্লীতে বিপন্ন সুখের মেলা
পেলিকানের বুক ছেড়া রক্তে পুষ্টি খোঁজে একজোড়া সুখ!
শহরের উজানে কংক্রিটের নদী
মানুষের রক্তে টেড়িকাটা বিপন্ন পৃথিবীর ইতিহাস
নিরীহ চড়ুই শহর ছেড়েছে আজ
দুমড়ানো ডানায় এক চঞ্চু সুখ
দিগন্তে জমিনের মাথায় এক বোঝা আসমানের খোঁপা
মেঘের ডানপিটে শরীরে গোলাপি সুখের নিরন্ন কীটের দহন
ক্ষুধিত নক্ষত্রের বৈরাগী দাওয়ায় দাঁতাল ফোঁসে
সুখের নিবিড় আলিঙ্গনে
পাতার বাঁশির মতো প্রিয়ার ঠোঁটে খেলে
আমার সুখের ফসিল!
মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
23-03-2021
-
-