অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আব্দুল আজিজ এর তিনটি কবিতা

ভুল পথ
মি ভুলে যাই কাকে চাইতাম
তুই কাকে ভালোবাসতি?
ইচ্ছে করেই কি করতি এমন
না অজান্তেই ভুলে চলে আসতি?

আমি চাইতাম কি, হলোটা কি
কেন কাজল শুখাইলো না?
হাজার টাকার বাদাম ফুরাইলো
বসন্তের কুকিল সুর পাইলো না।

দেখিস আবার বসন্ত শেষে
বরষায় যেন হোচট না খাস।
আসতে চাইলে চলে আসিস
আবার পথটা যেন না ভুলে যাস।

বেলা শেষের অনেক পরে 
এতটুকুই বুঝতে পেরেছিলাম
ভুল করে বসন্ত ভেবে। কোন 
শ্রবনেই আমি হারিয়েছিলাম।

বিদির্নতা
বুকটা যখন ভেঙ্গে-চুড়ে
বিদির্ন বিদির্ন লাগে।
মন পোড়া বাষ্পীভূত জল
তব আশ্রু বলি তাকে।

ইচ্ছে করেই তুলে গোলাপ
নিজেই দিলাম তাকে।
বিদগ্ধ অনলে পুড়ে বলি
স্রষ্টা যেমন রাখে।

পরে বুঝেছি দগ্ধ জ্বালা
ভুল করেছি আগে।
খোপার ফুলে সাজে খোপা
অলি ফুলের বাগে।

দগ্ধ চিত্তে ধোঁয়ার বাও
সুবাস পাবে কোথায়?
যেটুক ছিলো তাই দিয়েছি 
সব আনন্দ তোমায়।

স্বপন চারিণী
মি তো বুঝতে পারিনি তোমার 
অভিনয় সুলভ পসারি মন
আমি দেখেছিলাম যেন তোমার 
নির্মল কদম ফুলের সারল‍্য।

আমি কখনো বলবো না তোমায়
তুমি সদালাপী তবে চতুরিনী
তোমার ধূর্ততা বুঝতে পারিনি
আমি ব্যর্থ আমার সরলতায়।

পড়েছিলাম বইয়ের পাতায় 
উলুবনে মুক্ত ছড়ানোর গল্প
দেখলাম তোমার  ভালোবাসায়
জীবনের কঠিন বাস্তবতায়।

আব্দুল আজিজ
ঢাকা, বাংলাদেশ