অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কবিতাকে ভালোবেসে - হরেকৃষ্ণ দে

জ মনটা ভরে উঠলো ভোরের বাতাসে৷
কবিতায় মগ্ন হয়ে আছো আজ,
অথচ জানো না আজ মার্চের একুশ!

হঠাৎ কবিতায় মগ্নতা,
কবিতা ভালো লাগা,
সব যেন স্বপ্নের মত লাগছে আজ এই ভোরের বাতাসে ৷

কবিতার কথা শোনাতে,
কবিতা পড়তে,
কবি সম্মেলনের গল্প বলতে খুব ভয় করত৷
কারণ কবিতা তো কিছুই দিতে পারে না
পাগলের কয়েকটা অক্ষরের বিনিময়ে,
যা তোমার ভাবনায় গাঁথা ছিল৷

আমি শুধু পাগলের মত কবিতায় ভেসে যেতে চাইতাম,সৃষ্টির নতুন আলোকে ভালোবেসে৷
তোমার অসহনীয় কুঞ্চিত ভ্রু থেকে ঝরে পড়ত প্রখর গ্রীষ্মের দাবদাহ,
আমি অনবরত পুড়ে যেতে থাকতাম৷
বহুবার কবিতা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েও ছিলাম,
কবিতা কিন্তু আমায় ছাড়তে দ্যায় নি৷

কবিতার জন্য রাত,
কবিতার জন্য দিন,
এভাবেই দিনরাত ঘুরপাক খেতেই থাকত৷

আজ যতটা তোমার ভালোবাসা পেয়েছে কবিতা,
তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমি৷
তুমি জানো না আজ একুশে মার্চ,
তুমি জানো না আজ বিশ্ব কবিতা দিবস৷

তুমি জানো না কবিতাকে ভালোবেসে,
কবিতাকে পড়ে, যতটা আনন্দ পেয়েছো--
তার চেয়েও ঢের আনন্দ আমি বিলিয়েছি
আজ ভোরের মুক্ত বাতাসে৷   

হরেকৃষ্ণ দে 
গ্রাম পোঃপিড়রাবনী 
জেলাঃ বাঁকুড়া 
পিনঃ ৭২২২০৩
পশ্চিমবঙ্গ 
ভারত