রংয়ের খেলা - সুব্রত চৌধুরী
নিসর্গ রং মাখবো গায়ে তাই চড়েছি রথে
খালি ডালা সাথে নিয়ে ঘুরছি পথে পথে,
আকাশ নীলে নিলাম তুলে অল্প কিছু নীল
রোদের কাছে সফেদ সাদা বাহারি ঝিলমিল।
ঘাসের বুকে লুটাই সুখে নিলাম সবুজ কিছু
মাল্টি রংয়ের আশায় নিলাম প্রজাপতির পিছু,
গাঁদা ফুলের পাপড়ি হলুদ নিলাম কিছু হাতে
কালো রংয়ের খোঁজে গেলাম অমাবস্যার রাতে।
ইন্দ্রধনুর সাতটি রং নিলাম আমি চেয়ে
কৃষ্ণচূড়ার লালটি নিলাম গাছের ডাল বেয়ে,
রংয়ের ডালা হাতে নিয়ে আছি আমি তালে
সুযোগ বুঝে মাখবো আবীর সবার গালে গালে।
রংয়ের খেলায় মাতছে সবাই ঘুরছে দলে দলে
দোলের রংয়ে মনের কালো যাক না দূরে চলে।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
-
ছড়া ও কবিতা
-
25-03-2021
-
-