অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বাধীনতা তুমি - কাজী মাসুদ

স্বাধীনতা তুমি-
শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের
জীবনের জয়গান,
জীবন জ্বলিছে হাহাকারে তবু
বিভোরে বিজয় শান।

স্বাধীনতা তুমি-
তীব্র বেদনে হার না-মানা
দূর্বার পথ চলা,
অত্যাচারীর রক্ত চক্ষে
নির্ভয়ে নির্জলা।

স্বাধীনতা তুমি-
চির জঞ্জাল শৃঙ্খল ভেঙে
পাষাণে হানো আঘাত,
কৃষক মজুরের ঘামের জোয়ারে
দূর করো হা-ভাত।

স্বাধীনতা তুমি-
অশ্রু সজলে আঁচল ভেজা
মায়ের আর্তনাদ,
খোকা তাহার ফিরিবে কবে
মিটিবে অন্তরাঘাত।

স্বাধীনতা তুমি-
শিশুর হাসিতে রাখালি বাঁশিতে
আগাম সুখের বারতা,
প্রেয়সী স্বপনে জীবনে মরণে
দূরিছো দুঃখের খরতা।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর, বাংলাদেশ