অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুখের কাজল - মুতাকাব্বির মাসুদ

মি এখন ভ্রাম্যমাণ ন্যানো সময়ে জীবন খুঁজি 
ঝরে পড়া বসন্তের শরীরে!
একদা কিশোরীর বুকে একফালি সবুজ 
তাও আজ  হারিয়ে গেলো দুর্বিনীত যৌবনের 
হলুদ রোগে! চারদিকে হিম করা সবুজ শূন্যতা!
নিঃশ্বাসে সুখেরও অসুখের গন্ধ মেলে, 
এ মাতাল চোখের কৃষ্ণ দিঘি-ফালিফালি জল 
শুকনো মৃত্তিকায় খুঁজে সুখের কাজল! 
পাখিরাও জেনে গেছে
শোভিত ডানার নিচে সুখের ওম নেই আজ! 

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, সিলেট,
বাংলাদেশ।
৩১ -০৩-২০২১