এক বিধবাকে - এম এ ওয়াজেদ
কোন সান্ত্বনা নেই তোমাকে দেবার
যদি দিই-
তবে মিথ্যে প্রতারণা ছাড়া কিছুই হবেনা৷
সোনালী স্বপ্নের মধুরতা মেশানো ভবিষ্যতের নেশায়
বধু সেজেছিলে একটি বছর আগে
আশা ভরসার দ্বন্দ্বে রচিত বাসর
হয়তো সুখ-স্বপ্না নতুবা ব্যথাহতা
হয়তো হেসেছিল মধুমিতা রজনী নতুবা
কেঁদেছিল প্রগাঢ় নিশীথিনী
অথবা পরাজিত হয়েছিল অতীত অঙ্গীকার৷
প্রশান্তির কামুক আমি
সেদিন বিদায় ক্ষণে
দূর থেকে আশীর্বাদ দিয়েছিলাম-
" মানসী! চিরসুখী হও"৷
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেদিন যখন
তোমার বৈধব্যের সংবাদ পেলাম
যেন ছিঁড়ে গেল প্রেমের সুতাগুলি একে একে
তাহলে তুমি শ্বেতবাস পরিহিতা?
বিশ্বাস করো মানসী!
আমি কোন অভিশাপ দেইনি
ঐ মানসিকতা আমার কোনদিন ছিলনা
শুধু মনে রেখ-
মৃত্যু নামক অদৃশ্য শক্তি স্রষ্টার অমোঘ বিধান৷
এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি,
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
04-04-2021
-
-