নব বৈশাখের গান - সুজিত হালদার
আজ এই প্রভাতে বাজিল প্রাণে
নব বৈশাখের নব গান
নাচিল ধমনি ফুল-ফল ঘ্রাণে
সকলি বাংলা মায়ের দান।
ভোরের আলোয় প্রাণ ছুঁয়ে যায়
নব চেতনার নববর্ষ
পান্তা-ইলিশ আম কাঁঠাল পায়
শত-সহস্র প্রাণের স্পর্শ।
আজ এ-ই প্রভাতে ঊষার আলো
মেলিল দীপ্ত চোখের পাতা
মুছে দিয়ে জরা ক্লান্তি নিশি কালো
হরষিত মনেরও গাঁথা।
আয় খোকাখুকু আয় দলে দলে
বাংলার দামাল ছেলে-মেয়ে
আঁকি ছবি মধুর খেলার ছলে
সাধের বৈশাখী গান গেয়ে।
সুজিত হালদার
দোহার, ঢাকা,
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
05-04-2021
-
-