ইচ্ছেরা - ড. সহদেব বন্দ্যোপাধ্যায়
জলে ধোয়া আলোর মতো হয়তো
ইচ্ছেরা আজও বেঁচে আছে- -
কোন্ গোপনে আছে সংকেত
লজ্জা আজে সংগোপনে
ঝিনুকের স্পন্দন খোঁজে
নীরবে গোপন নিঠুর প্রেম,
যে পথে যেতে হয়েছিল দেখা
সে পথ আছে,
আছে বকুল শিমূল আমলকি
আছে সবুজ সংকেতে,
চেনা পায়ের শব্দ হয়তো
শুকনো পাতায় আর দাগ কাটেনা,
জলে ধোয়া আলোর মতো হয়তো
ইচ্ছেরা আজও বেঁচে আছে- -
পথের মাঝে দাঁড়িয়ে আজ
কি নিঃসঙ্গ গভীরতা
সামনে উদভ্রান্ত পালহীন যৌবন
ঝুঁকে পড়া ভবিষ্যৎ
বিবেক-চেতনা-মুক্তি, শৃঙ্খলহীন
রঙিন বসন্ত অঙ্কুরেই ঝরেছে
তবু চায় সদ্য ফোঁটা ইচ্ছেরা
ডানা মেলে উড়ে যেতে
চায় তোমায় ,তোমার ঝিনুকে
প্রাণের স্পন্দন পেতে
অনন্ত পথ কেন থমকে আছো
কেন নব মুকুলে ঢাকোনা আজ
কেন কাকলি চঞ্চলে কোলাহলে
বিদীর্ণ করছোনা কৃষ্ণচূড়ার তল?
ওরা আসে, ওরা যায়
ওরা কাঁদে, ওরা হাসে
ওরাই যে ভবিষ্যৎ!
জানিনা আবার কবে আসবে
সেইদিন, সেই ক্ষণ
জলে ধোয়া আলোর মতো হয়তো
ওদের ইচ্ছেরা-
আর গোপনে সংকেত!
ড. সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
06-04-2021
-
-