অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তোমার জন্য আমি - নির্মল ভৌমিক

তোমার জন্য নির্ভয়ে
ডিঙিয়ে যাব সহস্র কোটি কাঁটাতার, 
ছুটে যাব পাতালপুরী 
খালি পায়ে হেঁটে যাব উত্তপ্ত মরুভূমি! 

তোমার জন্য বোমারু বিমান উড়া
শঙ্কিত শহর 
নাগরাজ্য 
জ্বলনশীল বারুদের বিস্ফোরণ,বিস্ফোরক 
নিঃসন্দেহে পিছনে ফেলে এগিয়ে যাব 
সহস্র ক্রোশ থেকে ক্রোশান্তর!

তোমার জন্য সাঁতরে যাব
উত্তাল দামোদর!

বুক পেতে সয়ে যাব 
গ্রীষ্মের খরদরজাল দুপুর!

শুধু তোমার জন্য,শুধু তোমার জন্য 
সবকিছু সয়ে সর্বসহিষ্ণু করে নেব 
২০৬খানা হাড়,
আমার প্রেমিক পাঁজর
আর প্রেমিক বক্ষ!

তোমার জন্য সমস্ত লোকলজ্জা 
ঝেড়ে মুছে 
আপন আঙ্গিনাকে রাঙিয়ে 
সাজিয়ে নেব মিলন বাসর!

শুধু তোমার জন্য আমি আমার 
নিজেকে গড়ে তুলতে পারি
ইংলিশ চ্যানেল প্রতিযোগী,
কিম্বা
নিজেকে গড়ে তুলতে পারি 
ঘনঘোর দূর্যোগ প্রতিরোধী! 

ভয়াবহ পরিস্থিতিকে সামলে নিয়ে বলতে পারি
প্রতিকূল মুহূর্তকেও ভয় করি না
প্রতিকূলতাকে ভালোবাসি,
ভীষণ ভালোবাসি 
যদি সেই প্রতিকূল স্রোতের সঙ্গী হও তুমি!!

০৬/০৪/২০২১খ্রিঃ
নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া