ফিরে দাঁড়াবে - মোহাম্মদ ইলইয়াছ
আধখানা চাঁদ হঠাৎ খসে পড়লে ক্ষতি কী অবিনাশী
নদীর স্রোত থেমে গেলে কি অহরহ কাঁদবে-
পুবালি হাওয়া যদি তোমাকে একবারও না জড়ায়
তুমি কি মূক হয়ে বসে থাকবে এই এই অবোধ ভূখণ্ডে?
আমি দেখেছি প্রচণ্ড ঝড় বাতাসের ভণ্ডুল আভাষ
দিগন্তের পাখিরা কূলায় ফিরছে বাঁকে বাঁকে,দলে দলে
সাগরের জল ফণা তুলছে ঢেউয়ের মাতাল হাওয়ায়
নালন্দার ঋষিরা বাক্যভুলে গুহায় ঢুকেছে ক্যামোন।
অথচ তোমার অস্বস্তি নেই-এই কম্পন ও আহাজারিতে
তুমি কি পাথর প্রতিমা,মহাপ্রাণের মহাবিক্রম রাধাপদ্ম?
ভূমণ্ডলের এই মহালয়ে সংশপ্তক কিংবা বিপক্ষ বিন্দাবাসিনী
সমতটের বিপর্যয়ে তোমার আনন্দ-সন্দেশ এমন ক্যানো?
বিশ্বাসের আগল ভেঙে গেলে, সকল সর্বনাশ ভাবান্তর ঘটায় না
আমি জানি,তুমি ফিরে দাঁড়াবে লোকযাত্রার এই লীলাভূমিতে।
মোহাম্মদ ইলইয়াছ
শাহজাদপুর,কোম্পানীগঞ্জ,
নোয়াখালী,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
06-04-2021
-
-