বাঁচার লড়াই - ঝন্টু চন্দ্র ওঝা
এই ধরিত্রী মাঝে যাহা কিছু ভালো, রেখে যায় আলো শাশ্বত চিরদিন
মানুষ তাই বাধিয়াছে নীড় নিপুন বাঁধনে, মেটাতে কোটি জনমের ঋণ।
এখানে আছে শত বাধা, আছে শত গ্লানি, আছে দুঃখ সুখের দোলাচল
আছে মিলন বিরহ, হিংসা কলহ, আছে ক্রন্দন কোলাহল।
এখানে আছে সিডর আইলা ভূমিকম্পের কষাঘাত
এখানে আছে করোনা প্লেগ আর ডেঙ্গুর উৎপাত।
তবুও জীবন থামে না এখানে, থামে না বাঁচার আশা
তবুও জীবনে কখনো বা আসে স্বপ্নের ভালোবাসা।
তাই আজ বিধাতার কাছে মানুষের প্রার্থনা নিরবধি
মানুষের সোনালী স্বপ্নগুলো নিরন্তর বেঁচে থাক
অনন্তকাল মানুষের অন্তরে ভালোবাসা বেঁচে থাক
আরও বেঁচে থাক সবার প্রিয় এই সুন্দর ধরণী।
ঝন্টু চন্দ্র ওঝা
ঢাকা, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
09-04-2021
-
-