অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
স্বর্ণ অশোক - লাবণ্য কান্তা

ন হরণকারী স্বর্ণ অশোক
অপার মহিমা তোমার, 
উত্তপ্ত দুপুর, কর্কশ রোদ্দুর, 
এমন দিনে যেখানেই ফুটেছো তুমি
যদি কোনো পথের ধারে, 
যদি কোনো নদীর ধারে,
যদি কোনো ঝিলের ধারে,
যদি কোনো বিলের পারে,
যদি কোনো লোকারণ্য প্রাঙ্গণে 
যদি কোনো মরুপ্রান্তরে ___
পথিকেরে দিও শীতল ছায়া, 
কৌ্তুহলীরে দিও দিব্যদৃষ্টি।

লাবণ্য কান্তা
বাংলাদেশ