ইচ্ছে করলেই সবকিছু ভোলা যায় না - গোলাম কবির
প্রিয় কবি মহাদেব সাহা'র কবিতা "ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই" কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখা এবং তাঁকেই উৎসর্গ করা__
ভুলে যাও, বললেই কী সবকিছু
ভোলা যায়? কেউ কী ভুলতে পেরেছে
কোনো কালে! ভোলা কী সম্ভব ১৯৭১ এর
অগ্নিঝরা দিন গুলো? ৭ই মার্চে বঙ্গবন্ধু'র
স্বাধীনতা সংগ্রামের উদাত্ত আহ্বান,
প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার নির্দেশ?
ভুলতে চাইলেই কী ভোলা সম্ভব
"আমার ভাই এর রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি?"
"ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে
ভালো কিছু নেই",
কবি তো বলে গেলেন -
"মানুষ অকারণে মনে রাখতে বলে,
মনে রাখা শুধু কষ্ট পাওয়া,
কেনো কষ্ট পাবে?"
আমি তো বলি - কোনো কিছুই ভোলা যায়
না, ভুলে যাওয়া মানুষের স্বভাব বিরুদ্ধ!
মানুষ তো কম্পিউটার নয় যে -
ডিলিট অপশন প্রয়োগ করলে আর
সবকিছু মুছে যাবে হৃদয় হতে!
"ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে
ভালো কিছু নেই।"
এটা আমি মানি না,
মানবো না কোনো কালে।
ভুলে যাওয়া সম্ভব নয় বাবার হাত ধরে
ভীরু পায়ে পায়ে প্রথম স্কুলে যাবার স্মৃতি,
ভুলে যেতে পারবো না প্রেমিকার সাথে
প্রথম দেখা দিনের কথা,
সন্তানের মুখে প্রথম বাবা ডাক শোনা,
টেলিফোনের অপরপ্রান্ত হতে ভেসে আসা
বাবার মৃত্যু সংবাদে হতবাক হয়ে
মুষড়ে পড়া, প্রিয় নদীটার দিকে অপলক
মুগ্ধ চোখে চেয়ে থাকার মূহুর্ত,
এমনকী ওর বুকে সাঁতারের ছলে
যখন তখন ঝাঁপিয়ে পড়া,
এগুলো ভোলা যায় না, ভুলতে পারি না।
তাই আমি বলি - ইচ্ছে করলেই
সবকিছু ভোলা যায় না,
ভুলে গেলে আমি মানুষ কী করে হলাম!
গোলাম কবির
তাজমহল রোড
মোহাম্মদপুর, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
12-04-2021
-
-