আবু আফজাল সালেহ-র কিছু কবিতা
জোড়া-হাঁস এবং জোড়া-প্রাণী
পাহাড়ের বৃষ্টিপাত কার না ভালো লাগে!
ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি,
সবুজ পাতায় বৃষ্টিঝরা
ভেজা কালো-পাথরে বৃষ্টিখেলা
ধোঁয়াটে কফির কাপে চুমুক।
তুমি বললে, ঐ যে দ্যাখো বৃষ্টি-আঁকা-ঝিরিতে জোড়া রাজহাঁস।
এই বৃষ্টি এই রোদ—
জোড়া রাজহাঁস পাহাড়ের ঝিরিতে
দুটি প্রাণী ব্যালকনিতে।
কল্পনায় আল্পনায় অনেকদূর—
জোড়া-হাঁসের, জোড়া-প্রাণীর।
রংধনু ও তুমি
আকাশে মেঘ ওড়ে—
অপেক্ষা করছি, দু-ফোঁটা বৃষ্টির জন্য
রংধনুর জন্য।
মেঘ ঝরিয়ে আসুক—
দু-ফোঁটা বৃষ্টি
একটি রংধনু।
দয়িতা, তুমি আর বাদ থাকবে কেন?
— তুমিও এসো
মেঘ হয়ে উড়ে যায়—
তারপর নাহয় বৃষ্টি হয়ে রংধনু হয়ে যায়।
দৃষ্টিসুখ
আঁচল ওড়ে
নীল মেঘ ওড়ে যেন—
ভেসে ওঠে আল্পসের জোড়া শৃঙ্গ।
আমার কী দোষ বলো—
দৃষ্টিসুখের কী কোনও দোষ নেই?
আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা,
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
13-04-2021
-
-