অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শুভ নববর্ষ - পার্থ সারথী চৌধুরী

হেলা বৈশাখ আজ, শুভ নববর্ষ 
স্বাগত হে বৈশাখ, স্বাগত নববর্ষ।
গেল বৎসরের পুরনো ভাত পানি 
ইলিশ মাছের ভাজি এতটুকু নুন 
বেশ ভালোই লাগে
        নবজীবন রাগে 
নতুন সোনালী আবেশে এসো বৈশাখ।
খাঁ খাঁ রোদ উদাসীন দুপুর বাতাস 
নোনা স্বাদে ঘামে ভেজা শীতল শরীর 
স্বাগত  হে বৈশাখ 
তোমায় স্বাগত, আজ শুভ নববর্ষ। 
বৈশাখী তীব্র ঝড়ে ঝেড়ে মলিন ধূলো 
হারায় ভুলে যাওয়া ব‍্যথাভরা স্মৃতি 
নতুনের আশায় নবতর স্মৃতির 
উদ্বেল জাগরণে 
        তোমার আগমনে 
শেষ হোক জীবনের দীর্ণ সমারোহ।
সাথে নিয়ে আসো শান্তি বহুক বাতাস 
দূর হোক ব‍্যথা, গ্লানি ব‍্যাধি ও বিকার 
স্বাগত হে বৈশাখ 
তোমায় স্বাগত, আজ শুভ নববর্ষ।

পার্থ সারথী চৌধুরী
সিলেট, বাংলাদেশ