বিধাতার কর্ম - দেওয়ান সেলিম চৌধুরী
যে বিশ্বাসে জন্ম যার
সে-ই সত্য ধর্ম
সেই ধর্মে বিশ্বাস রেখেই
করিছে নিজের কর্ম।
কেউ করিছে সেজদা তোমায়,
কেউ করিছে প্রণাম।
তোমার তাতে কি আসে যায়
কে দিল কি নাম।
মাগিছে বর তোমার কাছে
বিচিত্র সব সাজে।
তুমি কখনো টানো নাই রেখা
বিশ্বাসীদের মাঝে।
তবে মানুষ কেন করিছে লড়াই
মারিছে মানুষ, করিছে বড়াই।
তোমার কাছে মানুষ সত্য
সমান ভাবেই ভালো।
তুমি যেন সব মানুষের
মঙ্গলদীপ আলো
কোন মানুষেরে করো নাই হেলা
বাসিয়াছো শুধু ভালো।
কে কি রূপে পূজিল তোমায়
তাতে নেই অভিমান,
তেত্রিশ কোটি দেবতার ভীড়েও
তুমি চির অম্লান।
ধর্ম শেখায় তারাই সত্য
সত্য তাদের কর্ম,
তোমার কর্মের নিগূঢ় মর্ম
বুঝে নাই কোন ধর্ম।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া
-
ছড়া ও কবিতা
-
15-04-2021
-
-