অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আমার কবিতা - শ্রী রাজীব দত্ত

ব্দের মিছিলে হাঁটতে থাকা আমি,
কখন যে হারিয়ে গেছি,
কবিতা ভরা সমুদ্রে তা আমার জানা নেই। 
মনের মনিকোঠায় জমে থাকা
 আকাঙ্ক্ষাগুলো
পরস্পর মাথার মধ্যে 
কিলবিল করতে থাকা শব্দগুলো,
ভোরের ফুল ফোটার মত
বেরিয়ে আসে কবিতার ভাষায়। 
যা কিনা আমাকে আবার নতুন করে ভাবায় 
কেন বলা হয়নি সে প্রতিবাদের কথা
কেনইবা রাখা হয়নি গোপন প্রেমের নীরবতা। 
ভাবতেও লাগে বেশ
কলমটা আমার হাতে থাকে
লাইন গুলো সারিবদ্ধ হয়
আমার ডাইরির পাতায়। 
কি জানি? 
ভাবনাগুলো ভাবনাই থাকে 
নাকি ফুটিয়ে তুলতে পারি,
নতুন লাইনে কবিতার তরী। 
যদি কখনো?
মন খারাপ থাকে একাকিত্বে
বেদনা গুলো ভেসে ওঠে কবিতার চিত্তে। 
আনন্দতে ও পাশে পাই 
আমার প্রিয় বন্ধুটাকে
যে আমার সঙ্গে স্বপ্নে যত্নে আদর করে রাখে। 
সে হলো আমার খুশি,
আমার আশা, আমার বেদনা, আমার একাকীত্বতা
সেজে আমার প্রাণ প্রিয় কবিতা।

শ্রী রাজীব দত্ত। কলকাতা