অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বোশেখের গান - কমল কুজুর

তালপাতায় খোদাই করে লেখা নাম মুছে আসে
সমুদ্র স্রোত আর পাতা ঝরার ক্ষণ 
    ভালোবেসে
ঝর্ণার অবিরল জলের ধারায় নাক ডুবিয়ে
   তৃষ্ণা মেটায় হরিণের দল
উল্লসিত বুনো ঘুঘু দেয় ডাক নির্নিমেষ চোখে
হাহাকার তার হৃদয়ে বাজায়
     বিরহী সুর
চৈত্রের কড়া রোদের মাঝে নদী শুধু স্বপ্ন দেখে
সমস্ত নক্ষত্রমন্ডল কাঁপিয়ে
আসছে ছুটে বৈশাখী ঝড়
উড়িয়ে নেবে যত রোগ আর শোক
প্রচণ্ড তাণ্ডবে রাখবে ঢেকে ক্ষোভ
তোমাকে ভালোবেসে… 

কমল কুজুর
দিনাজপুর