তালপাতায় খোদাই করে লেখা নাম মুছে আসেসমুদ্র স্রোত আর পাতা ঝরার ক্ষণ ভালোবেসেঝর্ণার অবিরল জলের ধারায় নাক ডুবিয়ে তৃষ্ণা মেটায় হরিণের দলউল্লসিত বুনো ঘুঘু দেয় ডাক নির্নিমেষ চোখেহাহাকার তার হৃদয়ে বাজায় বিরহী সুরচৈত্রের কড়া রোদের মাঝে নদী শুধু স্বপ্ন দেখেসমস্ত নক্ষত্রমন্ডল কাঁপিয়েআসছে ছুটে বৈশাখী ঝড়উড়িয়ে নেবে যত রোগ আর শোকপ্রচণ্ড তাণ্ডবে রাখবে ঢেকে ক্ষোভতোমাকে ভালোবেসে… কমল কুজুরদিনাজপুর
Ashram Bengali Magazine, Ottawa