অটোয়া, রবিবার ১২ জানুয়ারি, ২০২৫
দৃশ্যমান হওয়া - মোহাম্মদ ইলইয়াছ

তুমি কোনদিন দৃশ্যমান ছিলেনা, আজো নেই-
তুমি কি নাটোরের বনলতা সেন? নাকি টঙ্গির সখিনা
তুমি কোনদিন অক্ষির গোলকে ছায়া ফেলোনি-
তুমি কি সুনীলের অদেখা নীরা,নির্মলেন্দুর বাসন্তি!

তুমি কি লখাইর বেহুলা? ময়মনসিংহের মহুয়া-মদিনা
গাজী-কালুর চম্পাবতী কিংবা অপুর অপর্ণ সেন
স্বপ্নের রূপকুমারী-,পদ্মা নদীর চম্পা ও রূপাচক্রবর্তী?
আমার আকাশে লালসালুর জমিলা ও ডলি ইব্রাহীম।

তুমি কোনদিন দৃশ্যমান ছিলেনা শয়নেও জাগরণে
কল্পনা ও অনুভূতির জানালায় আঁকা এক শ্বেতভাস্কর্য
আমার দীঘল ছায়ায় শকুন্তলা ও সাবিত্রীর প্রতিচ্ছবি
নয়কোটি বছর ধরে আছি দৃশ্যমান হওয়ার আকাঙ্খায়।

জানি তোমার অভ্যুদয়ে ঘটবে নবজাগরণের বিপ্লব
ব্রম্মাণ্ড জুড়ে তোমার জয়ধ্বনিতে মৃতেরা পাবে সপ্রাণ।

মোহাম্মদ ইলইয়াছ
শাহজাদপুর,কোম্পানীগঞ্জ
নোয়াখালী, বাংলাদেশ