আলো থেকে অন্ধকার - দেওয়ান সেলিম চৌধুরী
এই বিশ্বে ছিলনা কিছুই তুমি বিহীন,
না আকাশ, গ্রহ নক্ষত্র, রাত বা দিন।
একাকী অন্ধকারে কাটিয়েছ সারাটা সময়
অর্থহীন, পরিচয় বিহীন, হে রহস্যময়।
কে দিলো হৃদয়ে আনি নতুন খেয়াল
গড়িলে সূর্য আর আলোর সকাল।
সূর্যের আলো দিলো পথের ঠিকানা
তোমাকেও চিনিলো মানুষ, রইলেনা অচেনা।
ভেবেছিলে অন্ধকারে রহিবেনা আর
আলোই দেখালো প্রথম অস্তিত্ব তোমার।
বিপ্লব শুরু হলো তোমাকে জানার
একা একা খুঁজে ফেরা হলো নাকো আর।
চারিদিকে দল বেধে শুরু হলো দখলের পালা
তুমিও দিলে আনি, ভিন্ন বানী,ভড়িয়া ঢালা।
ভাবিলেনা মুহূর্ত লাগি, কি দিলে আনি
মানুষেরে কেন দিলে এত ভিন্ন বানী
সবাইকে করিলে পৃথক, নানান ধর্ম মতে
আলো থেকে ফিরে আসা অন্ধকার পথে।
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
-
ছড়া ও কবিতা
-
23-04-2021
-
-