কবি শঙ্খ ঘোষকে উৎসর্গীকৃতএভাবে চলে যেতে নেই।এভাবে সরে যেতে নেই।জোনাকির আলো সাথে নিয়ে আকাশেরনিঃসঙ্গতাকে পুঁজি করে পথ ছাড়তে নেইশস্যভরা খেত নদীজল মাঠজুড়ে এঁকেবেঁকে চলা আলপথ আলতো পায়ে মাড়িয়ে মাড়িয়ে হেঁটে গিয়ে আবার ফিরে যেতে নেই।এভাবে হারিয়ে যেতে নেই।অমাবস্যার আঁধারকে পিছনে ফেলেআলোর পথ দেখানো দিশারিবন্ধুর পথে আজ চলেছ একাঅনিশ্চয়তার বালিয়াড়িতে কোন রাখালিয়া বাঁশি তোমায় টেনে নিয়ে যায় সুদূরের আহ্বানেকোন মায়ার টানে?এভাবে অসময়ে মায়ার টানে সাড়া দিতে নেই।এভাবে চলে যেতে নেই।এভাবে সরে যেতে নেই।কমল কুজুর। দিনাজপুর
Ashram Bengali Magazine, Ottawa