অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জীবনের জলছবি - কাজী মাসুদ

জীবন সবে কালের ভবে
নির্বাক কৃতদাস,
কালের ভেলায় ভাসিছে হেলায়
অবাক বসবাস!
বিচিত্র বাঁকে স্বপন আঁকে
অবিরাম চলে খেলা,
স্বপন ভাঙে তবুও রাঙে
অভিরাম পথ চলা।
নিরাশা দুরাশা জপে ভরসা
হতাশার সঙ্গোপনে,
জীবন তবু থামেনি কভু
আশার সঞ্জীবনে।
কত যাতনা সহে বেদনা
বিধুর রুদ্ধশ্বাসে,
আসেনা ফাগুন নেভাতে আগুন
সুমধুর উদ্ভাসে।
বাসন্তী কূজনে প্রেমার্ত সুজনে
আসেনা নিরজনে,
তবুও জীবন আগলে ভুবন
বিরহী অভিমানে।
বিনিদ্র রজনী রচিছে সজনী
কল্প বিলাসী মননে,
হয়নি অবকাশ পূরবী অভিলাষ
নিত্য পুণ্য কাননে।
অনুরাগ পূজনে বিরাগ ভাজনে
বহিছে জীবন ধারা,
জীর্ণ কর্মে শীর্ণ মর্মে
সুখ রহিল অধরা।
হায়রে জীবন!একি ধরন!
আলো-ছায়া দোলাচলে,
জীবন বরষে করুণ সরসে
অবসানে নিঠুর জলে।

কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
ঢাকা,বাংলাদেশ