কপাট – জাহ্নবী জাইমা
ভবঘুরে মন ক্ষুধা মেটাতে
অতিষ্টের শীত ক্ষণ কাটাতে
সময়ের পসরা ট্রেনের অপেক্ষায়
হৃদয় ক্ষুধা নিবারণে, চোখ তুলে চায়।
চোখে পড়ে পাহারায় কুকুর উলঙ্গ শিশু
সমাজপতিদের ছোবলে একদিন যিশু
বরফ শীতের এক মাত্র প্রহরী চট সম্বল
ভাগ্য বেসাতি জোটেনি অধিকারের কম্বল।
জননী জনক খুঁজিছে আছে অর্থের দায়ভার
জীর্ণ শীর্ণ দেহে আজ চোখ পড়া ভার
তবু দরকষাকষি ব্যস্ত রাস্তার ধারে
দামী পোশাকে মুখোশে ধারীর কাম ভারে
কাম শেষে ভুলে যায় দুঃখ ব্যথা
সন্তানের ক্ষুধা নিবারণেই কথা।
ঢেকে রাখে অপরাধের জৌলুষ অপরাধী আবরণে!
শীতকে হারমানায় বৃদ্ধ ভিক্ষুক মৃত্যু জোটেনি
সমাজের মত বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজেনি।
ট্রেনের অপেক্ষায় একটি বেওয়ারিশ লাশ সনাক্তকরণে!
ট্রেন এসে আচমকা দাঁড়ায় হৃদয় মন্তব্যে।
প্লাটফর্মে পা বাড়াই ট্রেনের গন্তব্যে।
একদিন....
সূর্যালোয়ে আলোকিত হবে তমসা লোপাট
রোদে ঝলমলে দিন সূর্য খুলবে কপাট।
জাহ্নবী জাইমা
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
27-04-2021
-
-