মে'র তর্জন - কাজী মাসুদ
মজুরের গান হানিছে পাষাণ!
কাঁপিছে শোষক প্রাণ!
মজদুর গড়ে শোষকের তরে
বিলাসী আলিশান!
ভরণ জোটেনা পোষণ মেটেনা
খুশিছে মনিব মান,
রক্ত ঘামিয়ে জীবন নিংড়িয়ে
রচিছে সৃষ্টির গান।
জগত আজি রূপসী সাজি
শ্রমিকের যাতা কলে,
নহে গুণগান সহে অপমান
স্বপ্ন ডুবিছে জলে।
ও হে মজদুর রাঙো সুমধুর
ভাঙো পরাধীন শৃঙ্খল!
জাগো বজ্র! জ্বালো তূর্য!
ছিনো অধিকার সম্বল।
কি সে বুর্জোয়া! রুখো সাজোয়া!
বাঁধো দুর্বার শান!
আনো সূর্য! ধরো বুর্জ!
গাঁথো বিজয় নিশান।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর,বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
01-05-2021
-
-