জীবনের না দেখা ছবি - দেওয়ান সেলিম চৌধুরী
জীবন চলিছে ধেয়ে সম্মুখপানে, স্রোতের মত
অজানা প্রশ্ন এসে উঁকি দেয় হৃদয়ে কত
জীবন কি চলিবে জীবনের মত অবিরত,
নাকি মুহূর্তে বদলে দেবে, স্বপ্ন ছিল যত?
জীবনের মিল আছে, লুডু খেলার সাথে
হয়তো বাঁধাহীন গন্তব্যে, নয়তোবা ধরাপড়া সাপের হাতে।
মুহূর্তে স্বপ্নচূত, নেমে আসা নূতন ধারাপাতে
কে দেবে সান্ত্বনা তাকে, কোন অজুহাতে?
জীবনের বাস্তবতা বুঝতে হলে, বৃদ্ধ হওয়া চাই
হয়তো দেখিবে চেয়ে শুধু শূন্যতা, চারিপাশে কেহ নাই।
জীবনের বাস্তবতায়, দূরে যাবে কাছের মানুষ
নিয়তিই টেনে নেবে নেই কারো দোষ।
শুধু পড়ে রবে মৃত্যুর মুহূর্ত গোনা,অথর্ব ফানুস!
জীবনের সাথে বার্ধক্যের একি নিষ্ঠুর প্রবঞ্চনা
কিছুই লাগিবেনা ভালো, কোন লেনা দেনা।
সবাই হয়তো কাছে, তবুও মনে হবে দূরে
বার্ধক্যের নিজস্ব জ্বালা, বাজিবে করুণ সুরে।
কারে ঘিরে রহিবে তুমি, কে রহিবে তোমার
অজানা আশংকায় গড়া, বিষণ্ন পাহাড়
হয়তো হবেনা জানা, থেকে যাবে শুধু অন্ধকার।
জীবনের প্রান্তে এসে অবশেষে,কেনো বারে বার
মানুষকে হতে হয় কাঙালের মত, কি অদ্ভুত কারবার!
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
-
ছড়া ও কবিতা
-
02-05-2021
-
-