টিউলিপের জন্য ভালোবাসা - সুব্রত চৌধুরী
টিউলিপ বাগানে তুমি তখন
প্রজাপতি হয়ে উড়ছো,
তোমায় ছোঁবো বলে পিছু নিলাম ।
তুমি উড়ছো,আমি ছুটছি
কিছুতেই নাগাল পাচ্ছিলাম না।
অপ্সরীর কী সহজে নাগাল পাওয়া যায়?
যায় না বুঝি?
আমি তুলে নিলাম
সদ্য ফোঁটা এক টিউলিপ,
তোমাকে না পেয়ে টিউলিপকেই ভালোবাসলাম,
টিউলিপের গায়ে এঁকে দিলাম চুম্বন চিহ্ন,
সেও তো এক স্বর্গীয় ভালোবাসা।
সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
-
ছড়া ও কবিতা
-
02-05-2021
-
-