অটোয়া, শুক্রবার ১৪ মার্চ, ২০২৫
ফিরে তাকাও - বিধান সাহা

ফিরে তাকাও
অনেক কিছু দেখতে পাবে
খুঁজে পেতে পারো
তোমার হারানো স্বপ্ন

ফিরে তাকাও
হয়তো দেখতে পাবে
তোমার ফেলে আসা
শৈশবের দিনগুলো

ফিরে তাকাও
হয়তো বুঝে নিতে পারো
এত দিনের না বোঝা
অনেক দুর্বোধ্যতা

ফিরে তাকাও
হয়তো ডেকে নিতে পারো
কাছে চলে আসা
তোমার জীবনের সময় ....

বিধান সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ