অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
খোরশেদ আলম এর দুটি ছড়া

ফলের রাজা
কাঁঠাল ফলের রাজা
খেতেও ভারী মজা।
নরম কিংবা শক্ত
আছে মেলা ভক্ত।

কাঁঠালের গাঁয় কাঁটা
ভাঙতে লাগে আঁঠা।
মুরি দিয়েও খায়
খেতেও মন চায়।

তরকারি খেতে মজা
কাঁঠালের বিঁচি ভাঁজা।
পুষ্টি ও স্বাদে ভরপুর
কাঁঠাল পাকায় রোদ্দুর।

চাঁদ হেসেছে
চাঁদ হেসেছে ঈদ এসেছে
ঘুরছে মনের সুখে
ঈদের দিনে সবাই আপন
থাকে সুখে-দুখে।

ঈদ এসেছে চাঁদের ভেলায়
নানান স্বপ্ন আঁকা
কারো ঘরে ফিরনি পায়েস
কারো হাঁড়ি ফাঁকা।

কেউ হেসেছে কেউ কেঁদেছে
ঘুরছে মনের সুখে
মনের কষ্ট আড়াল করে
কাটছে সুখে-দুখে।

পাড়া-পড়শি বন্ধু স্বজন
আড্ডাটা খুব জমে
চাঁদ হেসেছে ঈদ এসেছে
আনন্দ কি কমে?

গরিব-দুখির পাওনাগুলো
দেবো হিসেব করে
জামা কাপড় মজার খাবার
দেবো সবার তরে।

খোরশেদ আলম
ডেমরা, ঢাকা, বাংলাদেশ