উন্নয়নের বিজ্ঞাপন - নির্মল ভৌমিক
আমার পেটে যখন ক্ষুধার কামড়
নড়বড়ে হাড় করে ঠনঠন,
বাবুদের টেবিলে তখন নামীদামী খানাপিনা
উন্নয়নের বিজ্ঞাপন!
আমার পেটে যখন ক্ষুধার পীড়ন
পিটায় শক্ত হাতুড়ি
হররোজ বাবুরা চড়ে নামীদামী গাড়ি,
চামুণ্ডারা বাজায় হাততালি!
পুষ্টিহীনতার আগ্রাসী থাবায় থাবায়
যখন ক্ষয়ে যায়
আমার সোনা মানিকের জীবন,
অশ্রু জলে টলমল জননীর নয়ন
চামুণ্ডারা দেয় উন্নয়নের বিজ্ঞাপন!
দিন এনে দিন খাওয়া
যাদের ভাগ্য আজন্মের হয়েছে নির্ধারণ
তাদের শূন্য হাড়ি,শুষ্ক হাড়ে
পড়ে কি বাবুদের সু নয়ন!
নাকি চামুণ্ডাদের কাঁধে কাঁধ মিলিয়ে
বাবুরা-ও ব্যস্ত ভীষণ,
গামছা বাঁধা পেট ভুলে দিতে চায়
উন্নয়নের মেকি বিজ্ঞাপন!!
নির্মল ভৌমিক
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
-
ছড়া ও কবিতা
-
06-05-2021
-
-