অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মোহাম্মদ ইলইয়াছ এর দু'টি কবিতা

যমুনার জলে
মুনার জলে শুধু অথই ঢেউ
শ্যামের পদাবলি ভিজে একাকার
তবু নেই তোমার প্রীতির দর্শন
বেদনার স্বরে কুঞ্জবন  ফাঁকা।

আমি এসেছি রাঢ় বঙ্গ থেকে
ব্রজের এক পান্থ পথিক আমি
ঘর-গেরস্হি ছেড়েছি ব্রজবুলি নিয়ে
কদমের ছায়ায় তোমার কায়া নেই।

কথা ছিলো যমুনায় ঝাঁপ দেবো
হিজল কাঠের পাটাতনে বসবে তুমি
একসময় জলের তোড়ে সাঁতরাবো দোহে
আকাশ থেকে পড়বে বাদলের কণা।

যমুনার জলে প্রীতির সেই মাখামাখি
এখন শুধু বিস্মৃতির জালবোনা
চারচোখের নিঃসীম অনাথ হাহাকার
আমরা কি ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম?

ভুলের প্রচ্ছদ 
তুমি সবুজ পাথার দেখতে চাইলে
তোমাকে নিয়ে যাবো ভুবনগড়ের মাঠে
তুমি রোদদুরের সতেজ ছোঁয়া চাইলে
তোমাকে নিয়ে যাবো সুয্যিদেবের গৃহে।
তুমি নদীতে সাঁতার কাটতে চাইলে
তোমাকে নিয়ে যাবো প্রশাস্ত মহাসাগরে
তুমি টিলায় একাকী হাঁটতে চাইলে
তোমাকে নিয়ে যাবো কাঞ্চনজঙ্ঘায়।

তুমি মাধুরী মেশানো গান শুনতে চাইলে
হেমন্তের প্রতিচ্ছায়া এনে দেবো তোমার ঘরে
তুমি কোমল পদ্মের ডাটা চাইলে
তোমাকে  নিয়ে যাবো বউটুবানির বিলে-।

তুমি আকাশের সীমানা মাপতে চাইলে
তোমাকে নিয়ে যাবো মহাশূন্যের ওপারে
তুমি হরিয়ালের বিচ্ছেদী ডাক শুনতে চাইলে
বনময়ূরীর রঙিন ডানা এনে দেবো পদতলে।

তুমি যদি ভুলক্রমে ভালোবাসা চাও
আমি তোমাকে শোনাবো ভাঙা হৃদয়ে সুর
ত্রিশ বসন্তের না পাওয়া স্বপ্নগুলো
কিভাবে প্রচ্ছদে ঢেকে রেখেছো আমাকে!

মোহাম্মদ ইলইয়াছ
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।