বৃষ্টিভেজা রোদ - সুজিত হালদার
বৃষ্টিভেজা মিষ্টি রোদে
দাঁড়িয়েছিলাম একা
শিয়াল বাবুর বিয়ে হলো
হলো-না তো দেখা।
ঢোলের রাজা কোথায় তুমি
বাজাও তোমার ঢোল
রৌদ্র মেঘের চলছে খেলা
ঢালল মাথায় ঘোল।
বনের রাজা পশুর রাজা
অরূপ রূপের চোখ
সুখের ময়ূর নাচে বুকে
পাহাড় সমান সুখ।
হুলো বিড়াল কোমর বেঁধে
বিয়ের খাওন চায়
হাতির পিঠে চড়ে পিঁপড়ে
কোরমা পোলাও খায়।
কাকের পিঠে রোদ চড়েছে
বাদল বেটার ছুটি
বৃষ্টিভেজা এমনই ক্ষণে
বাঁধলো শিয়াল জুটি।
শিয়াল বাবুর বিয়ে হলো
পড়লো যে শোরগোল
পালিয়ে গেলো বৃষ্টির ফোঁটা
আনন্দ টা-ই মূল।
সুজিত হালদার
দোহার, ঢাকা
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
09-05-2021
-
-