শেফালীর গন্ধ - পার্থ সারথী চৌধুরী
ছেড়া কাঁথার ঘামের গন্ধ গায়ে নিয়ে
শেফালী যখন আমার পাশ দিয়ে যায়
আমার 'ঘিনঘিন' লাগে বমি বমি ভাব হয়।
অনেক সময় টিস্যু পেপার হাতের
কাছে থাকে না সর্দি ঝারার অজুহাতে
হাতের দুই আঙ্গুল নাকে চেপে ধরি।
শেফালী ব্যবসা করে, তার ব্যবসায়
ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কাস্টমার।
দুই বৎসর আগে তার স্বামী ট্রাক হেলফার
মনাই যখন এক্সিডেন্টে পড়ে স্হায়ী
বিশ্রাম নেয়া শুরু করে ঘরের মাঝে
তখন থেকে শেফালীর ব্যবসা শুরু।
শেফালী ছোট্ট ব্যবসা করে, শেফালীর
আলু মরিছ পেয়াজ নুনের ব্যবসা।
তার শরীরে রক্ত যখন ঘাম হয়ে
বেরিয়ে এসে ভেজা কাঁথা-গন্ধ ছড়ায়
তার শরীরের ঘামের গন্ধ আমার
'ঘিনঘিন' লাগে বমি বমি ভাব হয়
আমি টিস্যু নাকে ধরে নাকের সর্দি ঝারি।
পার্থ সারথী চৌধুরী। সিলেট
(প্রকাশিত লেখা পড়ার পাশাপাশি আমাদের পত্রিকাতে গুগল প্রদত্ত বিজ্ঞাপনের লিংক এ ক্লিক করে আপনার পছন্দের জিনিসটি খুঁজে নিতে পারেন)
-
ছড়া ও কবিতা
-
09-05-2021
-
-