রঙের হোলি খেলা - দেওয়ান সেলিম চৌধুরী
সত্য সদাই সত্য, সত্যের থাকেনা রং
তোমরা কেনো করিছো সবাই, সত্য নিয়ে ঢং?
একই সত্যের হাজারো রং, রঙের হোলিখেলা,
রহিছো মাতিয়া, উঠিছো তাতিয়া, সকাল সন্ধ্যা বেলা।
হাজার রঙে রাঙিয়ে তাঁকে, করিছো বানিজ্য মেলা।
রঙের পিছনে সত্য গোপন, সত্য পেলো যে হেলা।
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আরো আছে যত প্রান,
এই ভূবনে যা কিছু আছে, এক সত্যের দান।
তোমরা সবাই ভুলে গিয়ে তাই, সত্যকে করিলে ভাগ
যে যার রঙে আঁকিলে সত্য, সত্য যে হতবাক।
তোমরা শুধু রাঙাতেই জানো,সত্য খোঁজা মানা
চক্ষু মুদিয়া, স্বার্থ খুঁজিয়া, সত্য হবেনা জানা।
তাজা রক্তে রঞ্জিত করে, পূজিছো ভগবান
যার রক্তে পূণ্য অর্জন, সেতো তাঁরই দেওয়া প্রান ।
তাঁরই নাম ধরে, উচ্চস্বরে, করিতছো বলিদান
অন্ধ মনের বন্দনা দিয়ে, বিধাতার অপমান।
দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা
-
ছড়া ও কবিতা
-
14-05-2021
-
-