অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বিবেক - সিদ্দিকা ফেরদৌস তরু

মানুষের বিবেকটা হয়ে গেছে 
কাটাছেঁড়া মরা লাশের মতো। 
সেখানে নেই ভালোবাসা, নেই কোনো অনুভূতি, 
সেখানে শুধুই রাগবিরাগ নেই কোনো ভীতি। 
ভাগ হয় পরিবারের, ভাগ হয় মানুষের, 
তবে কেন শুধু বেঁচে থাকার জন্য, 
ভালো থাকার জন্য এতো অঙ্গীকার। 
বেঁচে থাকতে যে ছিল সবার ভালোবাসার,
     ছিল সবার সম্মান শ্রদ্ধার,
বিদায় নেবার সাথে সাথে শুরু হয় গুষ্টি উদ্ধার। 
     যা কিছু রেখে যায় জগৎ সংসারে, 
দেহত্যাগের সাথে সাথে শুরু হয় 
অংশিদারদের ভাগ বাটোয়ারার।
এ যেন লাশ কাটা ঘরে লাশ কাটা ছেঁড়া, 
     খন্ড খন্ড করে পরীক্ষা করা। 
হায় বিবেক তোমার কি লজ্জা শঙ্কা ডরে,
একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে।
     সেদিন কি বলবে বিবেক?
পেছন ফেরার পথ নেই, নেই কোনো পথ
হ্নদয় ছেয়ে যাবে কালো বলাহক।।।

সিদ্দিকা ফেরদৌস তরু
সহকারী অধ্যাপক 
গাইবান্ধা, বাংলাদেশ।