তাজুল মারুফ এর দু'টি কবিতা
ঘটনাগুলো সব প্রাকৃতিক
উষ্ণ জলের মণ্ডপে স্থির বসা কলু বাগেন-
বাতাসকে বেঁধে রাখে,
বেঁধে রাখে জলের গতি,
প্রকাণ্ড ঝড়ের গলুইয়ে মুখ তোলে-
বিশাল শরীরটা কাঁপিয়ে তোলে
জমিনের। আকাশ-মেঘসুদ্দ; তাঁর ঘণ্টায় বাঁধা
জায়গির।ওরা দিলে খায়; নচেত গর্জন তোলে না।
কলু বাগেন গেলবার সিডরে তাঁর ফসলি ক্ষেতের লবণ দেখে-
বহুত জল ফেলে কপোলে।
তখন ভক্তের উরু চাপে আর বলে-
আমি কলু বাগেন। ঘটনাগুলো সব প্রাকৃতিক।
চাঁদ
একদিন-
একদিন আসবে ঝড়ের,
একদিন বৃষ্টি নামবে খুব,
মেঘের শব্দে মাঠ চৌচির হবে-
একদিন ফুলে ফেঁপে উঠবে
সমুদ্রের লোনা ঢেউ।
ঝড়ে, ঢেউয়ে ভিজে যাবে
সমস্ত মাঠ আর জোছনার উঠোন।
একদিন পৌষের উত্তরী খসে পড়বে-
সেদিন উলঙ্গ চাঁদের আভা
গায়ে মেখে তুমি হবে;
চাঁদ।
তাজুল মারুফ
কুমিল্লা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
14-05-2021
-
-