অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
বাঁচার আশায় - শ্রী রাজীব দত্ত

বিষাক্ত চারিদিক
অসুস্থ পৃথিবী,
সবাই চিন্তা আর নিরাশায়
কি যে হবে?
খুঁজে ফিরছে মন নির্দিষ্ট উপায়।
যখন সময় ছিল
ছিলনা কোন গুরুত্ব
এখন সময়ের পরিহাস
পৃথিবী হয়েছে আবার বিষাক্ত।
নিজেদের স্বার্থসিদ্ধির জন্য
প্রাণ নিয়েছি প্রকৃতি,
গাছ কেটেছ, দূষণ করেছ
এখন ভাইরাসে আকুতি।
প্রকৃতির গুরুত্ব তখন বুঝিনি
কখনো মন থেকে প্রাণীর উৎস খুজিনি।
যদিও একদিন ঝড় থেমে যাবে
ধরণী আবার শান্ত হবে।
সৃষ্টি হবে নতুন প্রাণের,
ফুল ফুটবে নতুন গানের।
সেদিন এই কথাগুলো ভুলে যেও না
রেখে দিও স্মৃতিতে,
দুর্বিষহ হয়েছিল জীবন কোন এক অতীতে।
সেদিন একটু সময় করে
একটা গাছ লাগাও এই মাটিতে।
দূষণ মুক্ত করো
যদি চাও ভালোভাবে বাঁচতে।

শ্রী রাজীব দত্ত। কলকাতা