হৃদখেলায় হার নেই - নিরঞ্জন রায়
নিঃশব্দে বহমান নদী প্রান্তর পেরিয়ে বাঁকে এসে শ্বাস নেয়
জীবনের দায় মেটাতে পৌঁছুতেই হবে যে তাকে মোহনায়।
চৌরাস্তায় দাঁড়িয়ে পথিক ভাবে কোন পথে গেলে পৌঁছে যাবে সে ঠিকানায়।
উড়নচন্ডি চাঁদের ভাবখানা এমন গোটা আকাশটাই বুঝি তার
মেঘ এসে তার মহিমা দেখায়
স্থিতু না হতেই সেও ঝরে পড়ে টুপটাপ
সূর্যতাপে রামধনুও দিশেহারা
গোধূলি রবির ঐশ্বর্য কেড়ে নিয়ে আঁধারে আত্মহারা।
সবকিছু বুঝে জায়গা নাও তুমি মনের আঙিনায়
বিমূর্ত আলোর ভাঁড়ার
মহাকালের উদরে যাওয়ার পথে তখন সুদীর্ঘ সারি---দৃষ্টিগ্রাহ্য সৌন্দর্য রাশি,
কিউপিড সাইকিকে বলে--
হৃদখেলায় নেই হার, মহাকাল কোন ছার।
নিরঞ্জন রায়। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
17-05-2021
-
-