অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নিষ্ঠুর লুকোচুরি - দেওয়ান সেলিম চৌধুরী

(উৎসর্গ : সুলতানা শিরীন সাজি)
মৃত্যুরও রঙ আছে, প্রিয়জনের কাছে
স্মৃতি হয়ে কখনো উজ্জ্বল, কখনো ফ্যাকাশে।
কখনো বা স্মৃতি হয়ে মিশে যায় নরম ঘাসে
নয়তো বা অস্পষ্টতায় সীমাহীন আকাশে।
কোন স্মৃতি থেকে যায়, পঙ্গু প্রায়, হৃদয়ে বসে
যায়না মোছা তাকে সযত্নে ঘষে।
বারে বারে ফিরে আসে, দীর্ঘ নিঃশ্বাসে
হৃদয়ের মনিকোঠায়, দমকা বাতাসে।
দেয়না ভুলিতে স্মৃতি, শুধু বেদনায় ছবি আঁকা
এসে যদি ফিরে যায়, তাই জেগে থাকা।
চোখের সামনে ভাসা, ফেলে আসা জীবনের স্মৃতি যত
স্মৃতি হয়ে গড়িছে পাহাড়, স্পষ্টতায় অবিরত।
কেনো জানি ভুলে যাই, তুমি নাই, সংগীবিহীন
মুহূর্তে কাছে আছো, মুহূর্তে বিলীন।
এই বুঝি ধরে ফেলি, এই অস্তিত্বহীন
তোমাকেই খুঁজে ফিরে অশান্ত মন, সারাটা দিন।
মৃত্যুকে নিয়ে স্মৃতির এই নিষ্ঠুর লুকোচুরি
হৃদয়ে রক্তক্ষরণ, এই বুঝি ডুবে যায় জীবনের তরী।

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা