শব্দ দিয়েছো তুমি - দেওয়ান সেলিম চৌধুরী
(উৎসর্গ: কবি দেওয়ান গোলাম মোর্তাজা)
পিতা মোর কবি ছিলেন,সুনাম ছিল তাঁর
কবিতায় ডুবে থাকা, অভাবের সংসার
আষ্টেপৃষ্ঠে বাঁধা, কবিতার মাঝে
কখনো ছিলনা মন,সংসারের কাজে।
এই নিয়ে মাঝে মাঝে কত কটু কথা
কিছুতেই নেয়নি কেড়ে হৃদয়ের কোমলতা।
ডালা ভরে দিয়ে গেছে কবিতার মালা
কোথাও ছিলনা তাতে দৈন্যতার জ্বালা।
কবিরা মহৎ হয় হৃদয়ের কাছে
দিতে চায়,দিয়ে যায়, যা কিছু আছে
কিছুই রাখেনা গোপন হৃদয়ের মাঝে।
হঠাৎ আমারও হলো দূরন্ত অভিলাষ
কিভাবে করা যায় কবিতার চাষ।
কাগজ কলম হাতে, বসে মৌনতায়
হৃদয়ে এলো সখ কি লেখা যায়!
কোনদিন হয়নি জানা লেখার উপায়।
হঠাৎ শুনি কার পদধ্বনি, হৃদয়ের আঙিনায়
দেখি চারিদিকে, চক্ষু মেলিয়া, বিশাল শূন্যতায়।
দৃষ্টি মোর ফিরে এলো ঘরে,না দেখার ব্যর্থতায়।
মুহূর্ত লাগি, হৃদয়ের মাঝে জেগে ওঠে শিহরণ
তখনি বুঝিলাম মনের ঘরে তোমার বিচরণ!
এসেছো গোপনে, আমার ভূবনে, দেবে বুঝি কিছু বানী
সেথা হতে তুমি গাঁথিলে বসিয়া শব্দের মালাখানি।
আমি শুধু কলম ধরেছি, শব্দ দিয়েছো তুমি
তোমার দেয়া শব্দগুলোই, সাজায়ে নিয়েছি আমি।
হাত ধরে,নিয়ে গেলে মোরে, সম্মুখ পানে
আর কতদূরে নিয়ে যাবে মোরে, কেইবা তা জানে!
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
25-05-2021
-
-