দশর্নের পদাবলি - মোহাম্মদ ইলইয়াছ
তুমি যখন রাঙাচরণে হেঁটে যাও
নরোম দূর্বাদলেরা জড়িয়ে ধরতে চায়
তোমার নরোম পায়ের আঙুলগুলো
পান্থ ধুলোগুলো লজ্জায় মিইয়ে যায়।
তুমি যখন আকাশের জোছনাগুলো
শাড়ির আঁচলে ভরে দিগন্ত খোঁজো
তখন মহাশূন্যের অগণন নক্ষত্রগুলো
প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে সটান।
তুমি যখন কুয়াকাটার সমুদ্রতটে
সম্ভোগ করো নোনতাজলের স্বাদ
তখন ঝিনুক, কাকড়া ও অজান মিনেরা
স্পর্শ পেতে বালুচরে ও জলে জমা হয়।
তুমি যখন বসন্তবাতাসে রবীর সুর তোলো
জাগরিত হয় তরুলতা শাখার পাখি সকল
থমকে দাঁড়ায় উদাসী বাউল ও ধেনুসব
ঘুম ভাঙে নিদ্রাপরির ও জনমনিষ্যির।
অভিসম্পাতে আমাকে রেখেছো অনেক দূরে
কবে হবে দর্শন, স্বপ্ন কিংবা মায়া ভূমিতে।
মোহাম্মদ ইলইয়াছ
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
27-05-2021
-
-