অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শীতের দিকে - অভিজিৎ চক্রবর্তী

সূর্যটা জানলা থেকে জানলান্তর করে গেল
উত্তরায়ণ থেকে দক্ষিণায়ণের দিকে,
তাই পশ্চিমের কড়া রোদ হয়েছে দক্ষিণের মিঠে-মৃদু
পড়ন্ত রোদ গায়ে মাখা যায় না আর
ছাদের অলস বিচরণ, মৃদুমন্দ হাওয়া আর রাজস্থানী সুর
সবই গেছে। 
ঝুপ্ করে সন্ধ্যে নামে আজকাল। 
এ সন্ধ্যের অন্ধকারগুলো যেন শীতল
প্রকৃতিও নিস্পন্দ
পাতাঝরার বেশী দেরী নেই
গাছেদের চাতুর্মাস্য শুরু হল বলে,
কাঠকুটো খুঁজতে হবে
শুকনো ঠাণ্ডায় বড় কষ্ট হয় আজকাল
উত্তাপ চাই : ভালোবাসার
আগুন চাই; সাহেববাড়ির ফায়ারপ্লেসের অল্প একটু আগুন
নিজেকে বাঁচিয়ে রাখার জন্য।। 

অভিজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গ