অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বাসব রায় এর কয়েকটি কবিতা

সামান্য নিবেদন 
সেখানেই  ছুটে চলে মন অবিরাম -
যেখানে দাঁড়িয়ে সেই সুন্দর অভিরাম!

শুধু নীরব তৃষ্ণার অপূর্ব  ক্ষরণ 
অস্থির আহ্বানে  আমারি মরণ।

ক্ষীণ সময়ের চলা নিমিষে হারায় 
নিশ্চিত জেনেও কেনো সে কাঁদায়।

একটু স্বস্তির বাতাস এখন দামী 
অন্তরে নিদারুণ ভয়াবহ সুনামি। 

অনুভূতি নিয়ে তুমি জাগ্রত অম্লান
আমি একা নিশ্চল অন্ধ ম্রিয়মান। 

সাধনার সব পথ বন্ধ আমার 
যেন অবকাশ নেই কিছু ভাববার। 

সেই সুন্দর তোমারি করেছি সন্ধান 
যতটুকু এ জীবন, তোমারি সে দান।

লোভাতুর হৃদয়
দীর্ঘশ্বাসের অভিশাপ কাঁধে নিয়ে 
মৃতবৎ বেঁচে থাকা যা অর্থহীন 
তবুও লোভাতুর হৃদয় বেঁচে থাকে 
চাঁদকে কাছে পেতে চায় 
জোছনায় মাখামাখি হতে চায় ---!

ঈশ্বর সমীপে-
পারগতার শেষ পর্যায়ে আমরা ঈশ্বরকে খুঁজি , নিরুপায় আর্তি ঈশ্বরের কাছে "প্রভু এবারে বাঁচাও ----!"

বধির ঈশ্বর বুঝেন না , অভিমানী শিষ্যের ব্যর্থ আকুলতা তাঁর কান অব্দি পৌঁছোয় না 
তিনি নীলাম্বর এবং নির্বিকার ৷ 

অনন্তদর্শীর প্রতি আকুল আবেদনের দরখাস্ত যা মঞ্জুর হয়নি এখনও 
ফিরতি ডাকে ফিরে আসে বারবার 

বাসব রায়। বাংলাদেশ