নন্দিতা মেয়েটি - নিরঞ্জন রায়
হঠাৎ ঝড়-বৃষ্টিতে গোমরামুখো আকাশ
চাঁদ তারা সবাই কাছিমের মতো নিয়েছে খোলসে মুখ,
আকাশের দখল ছেড়ে পাখিদেরও নীড়বাস
উথলা নদীর বুক।
নন্দিতা মেয়েটি জানালা খুলে তবুও পথের হিসেব কষে
প্রিয়জনের মুখ মুকুরে ভাসে
শাঁখা-সিঁদুর সবুজ শাড়িতে অপেক্ষার প্রহর গোনে।
আজ বুধবার বোশেখের তের
কাঙ্খিত দিন আগামীকাল
বিয়ের এক বছর পূর্ণ হবে জানে বন্ধু পরিজন।
মেহেদীর আলপনায় ছেয়েছে কোমল হাত,
কাজল চোখে স্বপ্ন,
আলতা পায়ে ঘুঙুর বাজে
প্রিয়জন যে আসবেই আজকে এমন কথাই আছে।
ঘড়ির কাঁটা টিকটিক করে রাত বারোটা পার
ঝড় বৃষ্টি আজ বেমালুম ভুলে গেছে যাত্রা বিরতির কাল,
চারদিকে অন্ধকার।
স্বামীধন থাকে দখিন দেশে উজানে পোড়ে মন
ব্যাংক হিসেব মিলাতে মিলাতে ভুলে যায় কে প্রিয়জন
বড় কর্তা আসবে কাল ছুটি সবার বাতিল
বঁধূর কপালে চিন্তার ভাঁজ, পড়ে তিলকালো চুল
বৃষ্টি ঝরে অঝোর ধারায় ভাঙে নদীর কুল।
নিরঞ্জন রায়। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
29-05-2021
-
-